ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়ায় কুপিয়ে আহতের অভিযোগ, আটক ৩

ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়ায় মানিকগঞ্জে পৌর ছাত্রলীগের কর্মী শোয়েব আফসান কাইছি (১৭) কে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত কাইছিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) শহরের শহীদ রফিক সড়কের পাশে দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাইছির পরিবার।
এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মানিকগঞ্জ পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সামিউর রহমান খান কম্পন, জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিম এবং জেলা ছাত্রলীগের কর্মী মো. বাবু।
পুলিশ, সংগঠন এবং পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে জেলা শহরের ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে কাইছি বাড়ি যাচ্ছিলেন। এ সময় চাপাতি, লোহার রড ও হাতুরি নিয়ে ১০-১২ জন তার ওপর হামলা করে।
কাইছির মা সোহেলী আক্তার অভিযোগ করেন, ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে অংশ না নেওয়ায় তার ছেলের ওপর হামলা হয়েছে।
এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন।
পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা বলেন, “হামলার শিকার কাইছি পৌর ছাত্রলীগের কর্মী। এর আগেও অভিযুক্তরা একাধিকবার ছাত্রলীগের বিভিন্ন কর্মীকে মারধর করেছেন”।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
Comments