সিমন্স ঝড়ে আইরিশদের উড়িয়ে সিরিজে সমতা আনল উইন্ডিজ

ফাইল ছবি: এএফপি

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এড়াতে হলে এ ম্যাচে জিততেই হতো উইন্ডিজের। এমন ম্যাচে আইরিশদের উড়িয়ে দিয়েছে কাইরন পোলার্ডের দল। লেন্ডল সিমন্সের ঝড়ে সফরকারীদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে দলটি। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনল তারা।

বঙ্গবন্ধু বিপিএলে এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ ছন্দে ছিলেন সিমন্স। সে ধারায় জাতীয় দলেও দারুণ বেশ ধারাবাহিক তিনি। তার ব্যাটেই উড়ে গেছে আয়ারল্যান্ড। এদিন মাত্র ৪০ বলে ৯১ রানের হার না মানা বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সিমন্স। এ রান করতে ৫টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লুইসের ব্যাট থেকে আসে ৪৬ রান।

আইরিশদের দেওয়া ১৪০ রানের সাদামাটা লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী রূপে আবির্ভাব হন উইন্ডিজের দুই ওপেনার সিমন্স ও এভিন লুইস। ওপেনিং জুটিতেই আসে ১৩৩ রান। তাও মাত্র ১০.৪ ওভারে। এরপর লুইস আউট হলে বাকী কাজ নিকোলাস পুরানকে নিয়ে শেষ করেন সিমন্স। মাত্র ১১ ওভারেই জয় পায় দলটি।

এর আগে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে ৫০ রান তোলেন দুই ওপেনার পল স্টার্লিং ও কেভিন ও'ব্রায়েন। কিন্তু এরপরই পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর তোপে পড়ে দলটি। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ১৩৮ রানেই গুটিয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন ও'ব্রায়েন। তিন নম্বরে নামা বালবার্নির ব্যাট থেকে ২৮ রান। শেষ দিকে ব্যারি ম্যাককার্থি ১৮ রানে অপরাজিত থাকেন। উইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন পোলার্ড ও ব্রাভো।   

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ১৯.১ ওভারে ১৩৮ (স্টার্লিং ১১, ও’ব্রায়েন ৩৬, বালবার্নি ২৮, ডেলানি ৬, টেক্টর ১, উইলসন ৭, অ্যাডায়ার ৬, সিমি ৫, ম্যাককার্থি ১৮*, ইয়াং ৮, লিটল ৫; কটরেল ০/৩৩, শেফার্ড ১/৩৭, পোলার্ড ৩/১৭, ব্রাভো ৩/১৯, ওয়ালশ ০/৬, রাদারফোর্ড ১/২১)।

উইন্ডিজ: ১১ ওভারে ১৪০/১ (সিমন্স ৯১*, লুইস ৪৬, পুরান ১*; স্টার্লিং ০/১, ম্যাককার্থি ০/৩৫, সিমি ১/৪১, লিটল ০/২৫, অ্যাডায়ার ০/২২, ইয়াং ০/১৬ )।

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ ড্র।

ম্যান অব দ্য ম্যাচ: লেন্ডল সিমন্স।

ম্যান অব দ্য সিরিজ: কাইরন পোলার্ড।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago