দেশে মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ: ইসি

ভোটারের খসড়া তালিকায় দেশে বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন ও নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন ভোটার রয়েছেন।
election_comission.jpg

ভোটারের খসড়া তালিকায় দেশে বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬  হাজার ১৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন ও নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন ভোটার রয়েছেন।

আজ (২০ জানুয়ারি) বিকালে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০১৯’ এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন। আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

খসড়া তালিকায় কোনো সংশোধন থাকলে, তা সংশোধনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার সংখ্যা ছিলো ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।

সাইদুল ইসলাম জানান, এবার হালনাগাদে মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার যোগ হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন ভোটার রয়েছেন।

এর মধ্যে মৃত ভোটার বাদ পড়েছেন ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ২৯ হাজার ৮৪০, নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।

এগুলো বাদ দিয়ে ভোটার বেড়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন।

এছাড়াও, এবার ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

পহেলা জানুয়ারি ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুই বছরের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হয়েছে। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

5h ago