১১ বছরের মধ্যে গ্যাসের মজুদ শেষ হবে: নসরুল হামিদ

 gas_burner.jpg
স্টার গ্রাফিক্স

উৎপাদনের যে হার তাতে আগামী ১১ বছরের মধ্যে গ্যাসের মজুদ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (২০ জানুয়ারি) সংসদকে এ তথ্য জানান মন্ত্রী।

বর্তমানে ১০ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে এবং প্রতিদিন ২,৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে এক লিখিত প্রশ্নের উত্তরে নসরুল হামিদ জানান, ক্রমবর্ধমান চাহিদার কারণে সরকার বিভিন্ন সম্ভাব্য স্থান থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা করছে।

“পরিকল্পনা অনুযায়ী, ২০১৯-২১ সময়ের মধ্যে গ্যাস অনুসন্ধানে দুটি কূপ খননে প্রাথমিক কাজ শুরু করেছে বাপেক্স। ২০২২-২০৩০ সালের মধ্যে ১৩টি কূপ এবং ২০৩১-৪১ সালের মধ্যে ২০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে”, বলেন নসরুল হামিদ।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago