২১৫৩ ধনীর সম্পদ ৪.৬ বিলিয়ন মানুষের সম্পদের চেয়ে বেশি
আফ্রিকার সব মহিলার যতো সম্পদ আছে তার চেয়ে বেশি সম্পদ রয়েছে বিশ্বের ২২ জন ধনীর কাছে, এক আন্তর্জাতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক সংস্থা অক্সফামের ‘টাইম টু কেয়ার’ প্রতিবেদন বলছে, ৪ দশমিক ৬ বিলিয়ন মানুষ তথা পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশের হাতে যতো সম্পদ রয়েছে, তার চেয়ে বেশি সম্পদ রয়েছে বিশ্বের ২,১৫৩ ধনীর কাছে।
প্রতিবেদনটি গতকাল (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরুর প্রাক্কালে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত দশকে বিলোনিয়ারের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
এতে আরও বলা হয়েছে, কীভাবে আমাদের আকর্ষণীয় অর্থনীতি বৈষম্য তৈরি করছে- ধনীরা তাদের সম্পদের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিশেষ করে গরিব নারী ও কন্যাশিশুদের উপর ভর করে।
নারী ও কন্যশিশুরা সারাবিশ্বে প্রতিদিন ১২ দশমিক ৫ বিলিয়ন কর্মঘণ্টা খরচ করছে বিনা বেতনের কাজে- যা বিশ্বের প্রযুক্তি শিল্পের বাজেটের তিন গুণ বেশি।
প্রতিবেদনটি বলেছে, সরকারগুলো ধনীদের সম্পদের তুলনায় কম আয়কর নিচ্ছে।
Comments