চারদিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তার সন্তান
বাসাবোর বাসা থেকে গত চারদিন আগে বের হয়ে আর ফিরে আসেনি পুলিশের উপ-পরিদর্শকের ১৩ বছরের ছেলে অরণ্য।
মাজহারুল ইসলাম অরণ্য মতিঝিল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপ-পরিদর্শক আব্দুল মোতালিব ভুঁইয়া।
অরণ্য নিখোঁজ হওয়ার একদিন পর গত রবিবার (১৯ জানুয়ারি) সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
তার বাবা ডেইলি স্টারকে জানান যে সেদিন সকাল দশটার দিকে অরণ্য বন্ধুদের সঙ্গে স্থানীয় বালুর মাঠে খেলতে যায় এবং এরপর আর ফিরে আসেনি।
পরিবারের সূত্র থেকে জানা যায় যে হাসপাতাল, থানা সব জায়গাতেই তাকে খোঁজা হলেও এখনো পর্যন্ত কোন হদিস মেলেনি অরণ্যর।
মোতালিব দাবি করেছেন যে আইন প্রয়োগকারী সংস্থার লোক হলেও তার তেমন কোনো শত্রু নেই এবং বেশিরভাগ মানুষের সঙ্গেই তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।
তিনি আরও বলেন, “আমার ছেলের যে কি হলো, কিছুই বুঝতে পারছি না।”
Comments