শীর্ষ খবর

পঞ্চগড়ে সীমান্ত থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকা থেকে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
dead body
স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকা থেকে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা মোমিনপাড়া এলাকায় সীমান্তের ৭৫২ মেইন পিলারের কাছে বাংলাদেশের অংশ থেকে লাশটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

নিহত হাসান আলী হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ ভোরে বিজিবির ঘাগড়া বিওপির আওতাধীন মোমিনপাড়া সীমান্ত এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ ভিতরে হাসান আলীর লাশটি পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক ও পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ঘটনাস্থলে যান।

পরে তাদের উপস্থিতিতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওই তরুণ নিহত হয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, লাশটি মোমিনপাড়া সীমান্ত এলাকার বাংলাদেশ অংশে পাওয়া গেছে।

লাশের মাথায় ও ডান কানের কাছে রক্ত জমাট একটি ক্ষত রয়েছে। তবে সেটি গুলির চিহ্ন কী না তা নিশ্চিত নয়। এছাড়াও, প্রাথমিক ময়না তদন্তে লাশের শরীরের অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নীলফামারী ৫৬ বিবিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক বলেছেন, নিহতের লাশটি সীমান্তের বাংলাদেশি অংশে পড়ে ছিলো। তার মাথায় যেখানে রক্ত জমাট ছিলো সেখানে গুলির আঘাত কী না তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

3h ago