শ্বাসনালীর সংক্রমণ নিয়ে কবি শঙ্খ ঘোষ হাসপাতালে ভর্তি

শ্বাসনালীর সংক্রমণ রোগে আক্রান্ত বিশিষ্ট কবি শঙ্খ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্বাসনালীর সংক্রমণ রোগে আক্রান্ত বিশিষ্ট কবি শঙ্খ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২১ জানুয়ারি) দুপুরে তাকে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি এখন একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

২০১১ সালে পদ্মভূষণ পদক এবং ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরষ্কার অর্জন করেন কবি শঙ্খ ঘোষ। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে ‘আদিম লতাগুল্ম’ ও ‘মূর্খ বড়ো, সামাজিক নয়’ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য ১৯৭৭ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান।

Comments