প্লাস্টিকে মোড়ানো পোস্টার বন্ধে হাইকোর্টের নির্দেশ

নির্বাচনে প্লাস্টিকে মোড়ানো (লেমিনেটেড) পোস্টার তৈরি ও ব্যবহার অনতিবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
high court
স্টার ফাইল ফটো

নির্বাচনে প্লাস্টিকে মোড়ানো (লেমিনেটেড) পোস্টার তৈরি ও ব্যবহার অনতিবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (২২ জানুয়ারি) এই আদেশ দিয়েছেন।

দ্য ডেইলি স্টারে প্রকাশিত ‘Laminated posters in city polls: A big threat to environment’ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই স্বপ্রণোদিত (সুয়ো মোটো) আদেশ দিয়েছেন।

যেসব প্লাস্টিকে মোড়ানো পোস্টার ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয়েছে সেগুলো যথাযথভাবে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, উচ্চ আদালত সারাদেশে কেনো প্লাস্টিকে মোড়ানো পোস্টার তৈরি ও ব্যবহার কেনো নিষিদ্ধ করা হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:

প্লাস্টিকে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে নগর, পরিবেশ বিপর্যয়ের আশংকা

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago