‘দুর্নীতির ক্রমানুসারে বাংলাদেশের এক ধাপ উন্নতি হলেও স্কোর বাড়েনি’
দুর্নীতির ক্রমানুসারে বাংলাদেশের এক ধাপ উন্নতি হলেও স্কোর বাড়েনি। “স্কোর খুবই গুরুত্বপূর্ণ। অন্য কেউ হয়তো বেশি খারাপ করেছে, তাই আমরা এক ধাপ এগিয়েছি,” এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তার মতে, “এতে আত্মতুষ্টির সুযোগ নেই।”
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৯’ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে এক ধাপ উন্নতি করেছে।
আজ (২৩ জানুয়ারি) সারাবিশ্বে একযোগে ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৯’প্রকাশ করেছে টিআই। সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
Comments