যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
যশোরের ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামে গণপিটুনিতে ইলিয়াস হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আব্দুল (৪২) নামের অপর এক ব্যক্তি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুহেনা মিলন জানান, আজ (২৩ জানুয়ারি) ভোর রাতে চন্দ্রপুর গ্রাম থেকে একটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে ইলিয়াসসহ দুইজন। পরে এলাকাবাসীর গণপিটুনির শিকার হলে পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ইলিয়াসের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
Comments