নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে তিন বাংলাদেশিকে হত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন নওগাঁর বিষ্ণুপুর গ্রামের খোদাবক্সের ছেলে মো. মোস্তাফিজুল (৩৫), পোরশার বিজলী গ্রামের সানজিৎ (৩২), পোরশার পাতাপুকুর গ্রামের কামাল হোসেন (৩৪) সাপাহারের শফিউল্লাহর ছেলে মো কাবিল (২৭)। নাম প্রকাশ না করার শর্তে বিজিবির একজন কর্মকর্তা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
পোরশা উপজেলার ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমাকে উদ্ধৃত করে ইউএনবির খবরে বলা হয়, “বুধবার দিবাগত গভীর রাতে ১৪/১৫ জনের একটি গরু ব্যবসায়ীর দল সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। ভোর ৬টার দিকে ভারতের ১৫৯ বিএসএফ এর ক্যাদারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় অন্যরা পালিয়ে আসলেও গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান।”
স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে আসলে ঐ তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এর মধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে এবং অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে আছে বলে জানা যায়।
আরও পড়ুন:
শার্শা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
সীমান্ত হত্যায় আমাদের উদ্বেগের বিষয়টি ভারতকে জানাব: পররাষ্ট্রমন্ত্রী
Comments