মানিকগঞ্জে পরিত্যক্ত ৭টি পিস্তল ও গুলি উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি পিস্তল ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে সদর থানা পুলিশ ।
জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, মাছ ধরার সময় স্থানীয় সাইফুল ইসলাম ঘোনা খালের পানিতে প্লাস্টিকের একটি বস্তা খুঁজে পায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে জানালো হলে তিনি পুলিশে খবর দেন।
Comments