মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
কে কাকে ঠিক কেমন দেখে/ বুঝতে পারা শক্ত খুবই
কে কাকে ঠিক কেমন দেখে
বুঝতে পারা শক্ত খুবই
হা রে আমার বাড়িয়ে বলা
হা রে আমার জন্মভূমি!
মুখের কথা একলা হয়ে
রইল পড়ে গলির কোণে
ক্লান্ত আমার মুখোশ শুধু
ঝুলতে থাকে বিজ্ঞাপনে।
- শঙ্খ ঘোষ
Comments