নাটকীয় জয়ে চতুর্থ রাউন্ডে ফেদেরার

roger federer
ছবি: এটিপি টুইটার

ছিটকে যাওয়ার শঙ্কা উড়িয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পা রেখেছেন রজার ফেদেরার। রেকর্ড ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের টেনিস তারকা নাটকীয় ম্যাচে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় তিন নম্বর বাছাই ফেদেরার জিতেছেন ৩-২ সেটে। ২-২ ব্যবধানে সমতায় থাকার পর লড়াই গড়ায় পঞ্চম সেটে। সেখানেও ৬-৬ গেমে সমতা। এরপর অবধারিতভাবে টাইব্রেকার। সেখানে এক পর্যায়ে ৮-৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন মিলম্যান। তবে স্নায়ুচাপ ধরে রেখে টানা ৬ পয়েন্ট আদায় করে নিয়ে শেষ হাসি হেসেছেন ৩৮ বছর বয়সী সুইস।

রোমাঞ্চকর লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেনের ছয়বারের শিরোপাজয়ী ফেদেরার জিতেছেন ৪-৬, ৭-৬ (৭-২), ৬-৪, ৪-৬, ৭-৬ (১০-৮) গেমে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় সবমিলিয়ে এটি তার শততম জয়।

তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচও। সার্বিয়ান তারকা জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে।

Comments

The Daily Star  | English

National charter to be finalised by end of this month: Ali Riaz

Says agreement reached on many issues, hopes for resolution on caretaker system in days

9m ago