পাকিস্তানকে ছাপিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
বৃষ্টিতে খেলা শুরু হতেই হলো দেরি, ম্যাচ নেমে এলো ৩৭ ওভারে। বাংলাদেশ ব্যাট করতে গিয়ে পড়ল ব্যাটিং বিপর্যয়ে। পরে আরেক দফা বৃষ্টিতে ম্যাচই হয়ে গেল পণ্ড। যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ভাসিয়ে নিল বৃষ্টি। তাতে অবশ্য লাভ হয়েছে আকবর আলীদের।
শুক্রবার (২৪ জানুয়ারি) পচেফস্ট্রুমে ‘সি’ গ্রুপে ম্যাচে ২৫ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে ১০৬ রান করার পর আর খেলা হয়নি। তাতে ৩ ম্যাচে ৫ পয়েন্ট দাঁড়ায় বাংলাদেশ-পাকিস্তান দুদলেরই। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এই ম্যাচের আগেই অবশ্য সুপার লিগ খেলা নিশ্চিত করেছিল দুদল।
খেলা বন্ধ হওয়ার আগে বৃষ্টি ভেজা মাঠ আর মেঘলা আকাশ দেখে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে দিয়েছিল পাকিস্তানের যুবারা। পেসবান্ধব কন্ডিশনে আমির খান, আব্বাস আফ্রিদির তোপে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৪, শাহাদাত হোসেন দিপু ১৬ আর অভিষেক দাসের ২০ রানে কোনোমতে তিন অঙ্ক পার হয় যুবাদের ইনিংস।
শেষ পর্যন্ত এই ব্যাটিং বিপর্যয় আর কাল হয়ে দাঁড়ায়নি বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ায়।
Comments