অতিরিক্ত কর আরোপ সরকারের সামাজিক অন্যায়: ভারতের প্রধান বিচারপতি

S A Bobde-1.jpg
ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, “কর ফাঁকি দেওয়া যেমন নাগরিকদের অন্যায়, তেমনই স্বেচ্ছাচারী বা অতিরিক্ত কর আরোপ করাও সরকারের সামাজিক অন্যায়।”

আজ (২৪ জানুয়ারি) আয়কর আপিল ট্রাইব্যুনালের ৭৯-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিল্লির একটি অনুষ্ঠানে এ কথা বলেন বিচারপতি এসএ বোবদে।

এসময় দেশের নাগরিকদের ওপর থেকে করের বোঝা কমাতে সরকারের কাছে আবেদন জানান প্রধান বিচারপতি। এছাড়াও, সরকারের কাছে ভারতের সর্বাঙ্গীণ উন্নতি নিশ্চিত করারও আবেদন জানান তিনি।

ভারতের অর্থনীতি যখন সঙ্কটের মুখে, ঠিক তখনই এসব মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি। গত ডিসেম্বরে ভারতের মুদ্রাস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৫ শতাংশ হয়েছে, যা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বাধিক। আর আর্থিক বৃদ্ধির হার ৫ এর নীচে নেমে এসেছে।

ভারতের অর্থনীতির এই পরিস্থিতিতে সরকারকে আক্রমণ করে কথা বলছে বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধি দাবি করেছেন, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে ভারত এখন ‘অর্থনৈতিক জরুরি অবস্থার’ সম্মুখীন।

বিরোধীদের আরও অভিযোগ, ২০১৭ সালে জিএসটি চালু করার পর দেশের বাণিজ্য-ক্ষেত্রের সমস্যা বেড়েছে।

Comments

The Daily Star  | English

Now coal power plants scaling back production

Coal-fired power plants are dialling down production or even shutting down due to financial, legal or technical issues, leading to power cuts across the country, especially the rural areas.

8h ago