বরগুনায় বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ (২৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে আমতলী চৌরাস্তা এলাকায় (একেএইচ মোড়) যাত্রীবাহী একটি বাস পথচারী ও একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মা ও ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।
তারা হলেন- নূপুর (৩০) ও তার ছেলে হাসিব (১০) এবং নূপুরের বোনের মেয়ে লামিয়া (১৪)। তারা তিনজনই পথচারী ছিলেন।
এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি।
Comments