দ্বিতীয় ম্যাচেও মন্থর গতিতে ব্যাটিং টাইগারদের
ব্যাটসম্যানদের মন্থর গতির ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। শুরু থেকে ঢিমেতালে ব্যাটিং করা দলের সবাই শেষ পর্যন্ত একই গতিতে ব্যাট করে বড় সংগ্রহ করতে পারেননি। ফলে সহজেই হারতে হয় তাদের। দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা টাইগারদের। আগে ব্যাট করতে নেমে সংগ্রাম চলছে তাদের। উল্টো এদিন আট ওভারের মধ্যেই তিন ব্যাটসম্যান আউট হয়ে চাপে পড়ে যায় দল।
আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ায় বেশ সমালোচনায় পড়তে হয়েছিল অধিনায়ক মাহমুদউল্লাহ। উইকেট ছিল বেশ মন্থর। সংবাদ সম্মেলনে উইকেটের দোষ দিয়ে বেঁচেছিলেন। বলছিলেন, উইকেটের আচরণ বুঝতে পারেননি। কিন্তু এদিনও সেই একই ভুল করলেন। মন্থর গতির ব্যাটিংয়ে সে ম্যাচে অন্তত লড়াইয়ের পুঁজি পেয়েছিল দল। কিন্তু এদিনের অবস্থা আরও শোচনীয়। খোলস ভাঙতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই খালি হাতে বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাঈম। মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে থাকা মেহেদী হাসান এদিন নেমেছিলেন তিন নম্বরে। কিন্তু ব্যর্থ হয়েছেন তিনিও। ১২ বলে ৯ রান করে ফিরে যান তিনি। পারেননি লিটন কুমার দাসও। বিপিএলে দারুণ ছন্দে থাকলেও জাতীয় দলে টানা ব্যর্থ আফিফ হোসেন ধ্রুবও।
ফলে ১৫ ওভার শেষেও শতরানের কোটা পার করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচের মতোই এদিন এক প্রান্ত আগলে ব্যাট করছেন তামিম। রয়েছেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে। ব্যাট করছেন ৪৬ রানে। কিন্তু অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া চলছে নিয়মিত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান। প্রথম ম্যাচে ১৫ ওভার শেষে টাইগাররা সংগ্রহ করেছিল ১০০ রান।
Comments