গাজীপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রাম থেকে কনস্টেবল মাহমুদুল হাসান সৈকতকে (২৪) গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।
সৈকত নরসিংদীর পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুলতান উদ্দিন খান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সৈকতকে ছৈলাদি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশি করে ২৫টি ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সৈকত দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক জানান, সৈকত দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছিল।
শনিবার দুপুরে সৈকতকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments