চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ২৪ মামলার আসামি নিহত
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ২৪ মামলার আসামি মোরশেদ আলম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
আজ (২৬ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৭’র মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
সেসময় একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ ভোররাতে র্যাব-৭’র সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে চাম্বল এলাকার কুখ্যাত ডাকাত মোরশেদ নিহত হন, যোগ করেন র্যাব কর্মকর্তা।
নিহত মোরশেদের বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যাসহ ২৪টিরও বেশি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Comments