লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কস্থ জেলা পরিষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন পাবনা জেলার ঈশ্বরদীর জয়নগর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার হিসেবে লালমনিরহাটে কর্মরত ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানিয়েছেন, গতকাল রাতে মোটরসাইকেলে করে জেলা শহর থেকে জেলা পরিষদ মোড় হয়ে বাসায় ফিরছিলেন মামুন। পথে জেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানিয়েছেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments