ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ২

accident_10.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক প্রকৌশলীসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজন মুক্তাগাছার বাসিন্দা মুক্তিযোদ্ধা হায়দার আলীর ছেলে মো. হারুন-অর-রশিদ (৪৫)। তবে নিহত অপর নারীর নাম-পরিচয় জানা যায়নি।

নিহত হারুন টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। দাপ্তরিক কাজে তিনি ময়মনসিংহে যাচ্ছিলেন বলে জানা গেছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলি মাহমুদ জানিয়েছেন, আজ সকাল সাড়ে আটটার দিকে টাঙ্গাইলগামী একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়া, আহত হয়েছেন আরও পাঁচজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া, আহতদেরও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, পুলিশ গাড়ি দুটি জব্দ করলেও ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago