ভারতের আসামে ৪টি গ্রেনেড বিস্ফোরণ

ভারতের আসামের দুই জেলায় চারটি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসের সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তিনটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে দিব্রুগড় জেলায় এবং একটি হয়েছে চারাইদিওতে।
সকাল ৮:১৫ থেকে ৮:২৫ মিনিটে প্রতি ১০ মিনিট পরপর বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।
গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রথম বিস্ফোরণটি ঘটে চারাইদিও জেলার তিওক ঘাটের একটি দোকানের বাইরে।
পরের তিনটি গ্রেনেড বিস্ফোরণ হয় দিব্রুগড় জেলার গ্রাহাম বাজারে, এটি রোডের গুরুদুয়ারার পাশে এবং দুলিয়াজানে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যায় দুলিয়াজানে একটি মোটরসাইকেলে করে দুইজন লোক গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে।
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল টুইটে জানিয়েছেন, যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Comments