মাদকাসক্ত বাবার বিরুদ্ধে সন্তানের গলায় ছুরি চালানোর অভিযোগ
মাদক কেনার টাকা না পেয়ে দুই বছর বয়সী সন্তানের গলায় ছুরি চালানোর অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে এই ঘটনায় আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে ঘটনার পর অভিযুক্ত রাজু মিয়াকে (৩০) আটক করে পুলিশ। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খাদেরের চর সানন্দাবাড়ি এলাকায়।
শিশুর মা কামরুন্নাহারের অভিযোগ, রাজু মাদকাসক্ত। সে প্রায়ই মাদক কেনার জন্য তার কাছে টাকা দাবি করত। রোববার বিকেলেও একই কারণে সে টাকা চেয়েছিল। কিন্তু অস্বীকৃতি জানানোয়, রাজু তাদের সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে গলায় ছোরা দিয়ে আঘাত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেছে।
শ্রীপুর থানার উপ পরিদর্শক মো. বেলাল জানান, শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
Comments