দক্ষিণ আফ্রিকার ঘাড়ে বিশাল রানের বোঝা
বেওরোয়ান হেনড্রিক্সের তোপে দ্বিতীয় ইনিংসে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ইংল্যান্ড। তবু খুব একটা চিন্তা করতে হচ্ছে না তাদের। প্রথম ইনিংসে পাওয়া ২১৭ রানের লিডের সঙ্গে আরও ২৪৮ যোগ হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে তারা দিয়ে ফেলেছে অসম্ভব এক লক্ষ্য।
জোহেন্সবার্গে চতুর্থ ও শেষ টেস্টে তৃতীয় দিন শেষে ৪৬৫ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে দক্ষিণ আফ্রিকার সামনে এখন বিশ্ব রেকর্ড গড়ে জেতার চ্যালেঞ্জ।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে আগের দিনের ৬ উইকেটে ৮৮ রান নিয়ে নেমে আরও ৯৫ রান যোগ করে অলআউট হয় প্রোটিয়ারা। ব্যাটিং বিপর্যয়ের মাঝে কুইন্টেন ডি কক ৭৬ আর ডোয়াইন প্রিটোরিয়াস ৩৭ করে দলকে নিয়ে যান দুইশোর কাছে। তবু আটকাতে পারেননি ইংল্যান্ডের বড় লিড পাওয়া।
ক্রমশ বোলারদের রসদ বাড়তে থাকা উইকেটে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। বাঁহাতি পেসার হ্যানড্রিক্স ডম শিবলি, জো রুটদের প্রতিরোধ ভেঙে ইংলিশদের আটকে দেন আড়াইশর আগে।
শিবলির ৪৪, রুটের ৫৮ রানের ভিতের পর বেন স্টোকসের দ্রুত ২৮ আর স্যাম কারানের ৩৫ রানে লিড ছাড়িয়ে যায় সাড়ে চারশো। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ভারনন ফিল্যান্ডার দ্বিতীয় ইনিংসে ১ ওভার ৩ বল করে চোটে পড়ে বাইরে চলে যান।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৮.৩ ওভারে ১৮৩ (এলগার ২৬, মালান ০, ফন ডার ডাসেন ০, দু প্লেসি ৩, ডি কক ৭৬, বাভুমা ৬, নরকিয়া ৬, ফিল্যান্ডার ৪, প্রিটোরিয়াস ৩৭, হ্যান্ডরিক্স ৫, পিটারসেন ৪ ; ব্রড ০/২৭, কারান ১/২৫, ওকস ২/৩৮, উড ৫/৪৬, স্টোকস ২/৪৭)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৬১.৩ ওভারে ২৪৮ (ক্রাইলি ২৪, শিবলি ৪৪, ডেনলি ৮, রুট ৫৮, স্টোকস ২৮, পোপ ১১, বাটলার ৮ , কারান ৩৫, ওকস ০, উড ১৮ , ব্রড ১* ; ফিল্যান্ডার ০/১, নরকিয়া ২/৬১, পিটারসেন ১/১৮, হ্যান্ড্রিক্স ৫/৬৪, প্রিটোরিয়াস ২/৮৭, মালান ০/৫)
ইংল্যান্ডের লিড- ৪৬৫ রান।
Comments