শেষ ম্যাচে অনেক অদল-বদলের আভাস

প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ শেষ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই নিয়মরক্ষার। তবে শেষটা ভালো করে সান্ত্বনাটা অন্তত পেতে চায় বাংলাদেশ। স্কোয়াডের সবাইকে সুযোগ দিতে এমন ম্যাচে বড় অদল বদলের আভাস দিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
Russell Domingo, Mustafizur Rahman & Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ শেষ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই নিয়মরক্ষার। তবে শেষটা ভালো করে সান্ত্বনাটা অন্তত পেতে চায় বাংলাদেশ। স্কোয়াডের সবাইকে সুযোগ দিতে এমন ম্যাচে বড় অদল বদলের আভাস দিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

পাকিস্তান সফরে যাওয়া ১৫ জনের টি-টোয়েন্টি দলের ১২ জন দুই ম্যাচে খেলতে পেরেছেন। বাইরে বসে অপেক্ষায় পেসার রুবেল হোসেন, অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদ এবং ওপেনার নাজমুল হোসেন শান্ত।

গত শনিবার একপেশে ম্যাচে ৯ উইকেটে হারার পর ডমিঙ্গো জানান সিরিজে আর কিছু পাওয়ার না থাকায় বাকিদেরও বাজিয়ে দেখতে চান তিনি, ‘স্কোয়াডের সবাইকে সুযোগ দিতে হবে। আমরা এমনিতেই ২-০ তে পিছিয়ে পড়েছি। এখনো তিনজন খেলেনি, তারা অবশ্যই দলে আসবে। আরও কিছু বিকল্প ভাবনা আমরা ভেবে দেখব।’

সবাইকে সুযোগ দিলে শেষ ম্যাচে অভিষেক হবে তরুণ পেসার হাসানের। এবার বিপিএলে গতির ঝলক দেখিয়ে জাতিয় দলে আসেন তিনি। বিপিএলে ২০ উইকেট নিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা রুবেলের জন্যও হবে এটি বড় সুযোগ। এই দুই পেসারই খেললে মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেনের যেকোনো দুজন বাদ পড়তে পারেন।  দেশি খেলোয়াড়দের মধ্যে বিপিএলে এবার একমাত্র সেঞ্চুরি করে ফেরেন শান্ত। তিনি একাদশে ফিরলে বসতে হতে পারে টপ অর্ডার একজন ব্যাটসম্যানকে।

আজ (সোমবার) বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

 

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago