নাচোর প্রথম গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল
চলতি মৌসুমের লা লিগায় নিজের মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিলেন নাচো ফার্নান্দেজ। দলে তারকার ছড়াছড়ি থাকায় রিয়াল মাদ্রিদের মূল একাদশে জায়গা মেলে না তার। রাইট-ব্যাক দানি কারভাহাল এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়াতেই কপাল খুলে গিয়েছিল নাচোর। আর সুযোগ পেয়েই লস ব্লাঙ্কোসদের শীর্ষে তুলে দিয়েছেন তিনি। তার লক্ষ্যভেদেই ভায়াদোলিদকে হারিয়েছে রিয়াল।
রবিবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। জয়ের নায়ক নাচো। চলতি মৌসুমের লিগে এটি তার প্রথম গোল। তার কল্যাণে বার্সেলোনাকে টপকে রিয়াল উঠে গেছে লা লিগার পয়েন্ট তালিকার চূড়ায়।
আগের দিন ভ্যালেন্সিয়ার মাঠে বার্সা ২-০ গোলে হেরে গেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান দখলের মঞ্চ তাই প্রস্তুত ছিল রিয়ালের সামনে। কিন্তু ভায়াদোলিদের মাঠে আক্রমণে-বল দখলে এগিয়ে থাকলেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে অপেক্ষার অবসান হয় ৭৮তম মিনিটে। ডানপ্রান্ত থেকে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ক্রসে লাফিয়ে উঠে হেড করে বল ভায়াদোলিদের জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার নাচো।
এর আগে ম্যাচের শুরুর দিকে একবার অবশ্য স্বাগতিকদের জালে বল পাঠিয়েছিল রিয়াল। ক্রুসের ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি।
এই জয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার এক নম্বর জায়গাটা দখল করেছে লিগের সফলতম দল রিয়াল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তিনে থাকা সেভিয়ার অর্জন ৩৮ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে রয়েছে ভায়াদোলিদ।
Comments