ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসে রকেট হামলা হয়েছে।
গতকাল (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ রকেট হামলা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
মার্কিন যৌথ অপারেশন কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, “সন্ধ্যার দিকে মার্কিন দূতাবাসের কাছে একটি নদীর তীরে পাঁচটি রকেট বিধ্বস্ত হয়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”
বার্তা সংস্থা এএফপি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, “পাঁচটির মধ্যে তিনটি রকেট সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত করেছে। রাতের খাবারের সময় একটি রকেট ক্যাফেটেরিয়ায় এসে পড়ে।”
আলজাজিরা জানিয়েছে, চলতি মাসে এ নিয়ে মার্কিন দূতাবাসে তৃতীয়বারের মতো হামলা হলো। এবারই প্রথম সরাসরি দূতাবাসে আঘাত করেছে। হামলার জন্য কারা দায়ী তা এখনও জানা যায়নি।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “এটি এক ধরনের ‘আগ্রাসন’ যা ইরাককে নতুন করে যুদ্ধাঞ্চলে পরিণত করতে পারে।”
মার্কিন যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে তাদের দূতাবাস রক্ষার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
Comments