টিকাটুলিতে বিএনপি-আ. লীগ সংঘর্ষের মামলায় ৫ আসামি গ্রেপ্তার
রাজধানীর টিকাটুলিতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল, তুহিন, ফারুক, বিল্লাল ও মুন্না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “ওই সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই মামলার আসামি।”
উল্লেখ্য, গতকাল দুপুরে টিকাটুলি এলাকার অভয় দাস লেনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটি স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তা চলে প্রায় আধা ঘণ্টা। এতে সাংবাদিকসহ অন্তত ২৬ জন আহত হন।
এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাকসুদ আহমেদ ওয়ারী থানায় ৫০ জনের নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেন।
Comments