গোল করে নিহত বাস্কেটবল কিংবদন্তি কোবিকে শ্রদ্ধা নেইমারের

সেলেসাও তারকার জোড়া গোলে লিলেকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে পিএসজি।
neymar
নেইমার। ছবি: এএফপি

স্পট-কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পর সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতেন নেইমার। এরপর বাকিরা যখন নিজ নিজ পজিশনে ফিরছেন, তখন ব্রাজিলিয়ান তারকা আবার ঘুরে যান কর্নার লাইনের দিকে। এবার শরীরী ভাষায় অবসন্নতা আর মুখে বিষণ্ণতার ছাপ।

শুরুতে ডান হাতের দুই আঙুল এবং বাম হাতের চার আঙুল উঁচিয়ে দেখান নেইমার। এরপর প্রার্থনার ভঙ্গিতে দুই হাত জড়ো করে মুখের কাছে নিয়ে যান। শেষে আকাশের দিকে এক আঙুল উঁচিয়ে কিছু একটার প্রতি ইঙ্গিত করেন।

নেইমারের এমন অন্যরকম উদযাপনের কারণ কী? রবিবার রাতে লিলের বিপক্ষে তার দল পিএসজির ২-০ গোলে জয়ের পর গণমাধ্যমের কাছে উত্তরটা দেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় কোবি ব্রায়ান্ট নিহত হওয়ার শোক ছুঁয়ে গেছে তাকে। তাই গোল করার পর যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাবেক বাস্কেটবল তারকাকে স্মরণ করেন নেইমার, জানান শ্রদ্ধা।

আমেরিকান গণমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ১০টায় ক্যালিফোর্নিয়ার ক্যালাবাস অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪১ বছর বয়সী কোবি, তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানাসহ মোট ৯ জন নিহত হয়েছেন। তার মর্মান্তিক মৃত্যুতে গোটা ক্রীড়া জগতে নেমে এসেছে শোক।

লিলের বিপক্ষে ম্যাচের বিরতির সময় দুর্ঘটনার সংবাদ জানতে পারেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে তিনি শ্রদ্ধা জানান প্রয়াত কোবিকে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর এনবিএ’তে লস অ্যাঞ্জেলস লেকারসের হয়ে প্রায় দুই দশক দাপটের সঙ্গে খেলেন কোবি। ২০১৬ সালে বাস্কেটবল থেকে অবসরে যাওয়ার আগে ২৪ নম্বর জার্সি পরতেন তিনি। দুই হাতের আঙুল উঁচিয়ে সেই বিখ্যাত সংখ্যাকেই স্মরণ করেন নেইমার।

ম্যাচ শেষ ফরাসি গণমাধ্যম ক্যানাল প্লাস’কে সেলেসাও তারকা বলেন, ‘এটা (ব্রায়ান্টের নিহত হওয়া) বিশ্বের ক্রীড়া জগতের জন্য ভীষণের দুঃখের একটি বিষয়, আমাদের জন্যও। কেবল বাস্কেটবল ভক্তদের জন্য নয়, খেলাটির জন্য তিনি যা কিছু করেছেন, সবকিছু মিলিয়েই এটা ভীষণ দুঃখজনক বিষয়।’

‘আমি তাকে চিনতাম এবং উদযাপনের মাধ্যমে আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’

নেইমারের জোড়া গোলে লিলেকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে পিএসজি। ২১ ম্যাচে তাদের অর্জন ৫২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। সাতে থাকা লিলের সংগ্রহ ৩১ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago