চীন ভ্রমণ করায় বাংলাদেশিকে ঢুকতে দিলো না ভারত
ভারতের আগরতলা স্থলবন্দর থেকে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দুই মাস আগে চীন থেকে ঘুরে আসায় তাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি।
বাংলাদেশি ওই যাত্রীর নাম শওকত আহমেদ। ফেনী জেলার সাহেবপুর এলাকায় তার বাড়ি। গাড়ির যন্ত্রাংশের এই ব্যবসায়ী পেশাগত কারণে চীনে গিয়েছিলেন।
ইমিগ্রেশন কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে ভারতে যাচ্ছিলেন শওকত।
ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদুল হক জানান, শওকত গত নভেম্বরে চীনে গিয়েছিলেন। এ কারণেই তাকে আজ (২৭ জানুয়ারি) সকালে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। চীন থেকে ফিরে আসার তিন মাস পূর্ণ হওয়ার পর তাকে ভারতে আসার কথা বলেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তা জানান, ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করতে সীমান্তে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেই ওই ব্যক্তিকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না তার মধ্যে।
Comments