ফেদেরারের প্রতিপক্ষ যখন ‘টেনিস’
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরার মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনের। শেষ আটের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের ‘নাম’ নিয়ে এক চোট রসিকতা করেছেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তি তারকা।
রবিবার (২৬ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় চতুর্থ রাউন্ডে হাঙ্গেরির মার্টিন ফুচসোভিচকে ৩-১ সেটে হারান ফেদেরার। প্রথম সেটে ৬-৪ গেমে হারলেও ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেট ৬-১, ৬-২ ও ৬-২ গেমে জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেনের ছয়বারের শিরোপাজয়ী তারকা।
সেমিফাইনালে ওঠার মঞ্চে ৩৮ বছর বয়সী ফেদেরার খেলতে নামবেন স্যান্ডগ্রেনের সঙ্গে। এই মার্কিন খেলোয়াড় চতুর্থ রাউন্ডে জেতেন ইতালির ফাবিও ফোগনিনির বিপক্ষে।
স্যান্ডগ্রেনের মুখোমুখি হওয়া নিয়ে প্রতিযোগিতার তিন নম্বর বাছাই ফেদেরার রসিকতা করে বলেন, ‘ওই নাম নিয়ে টেনিসের (স্যান্ডগ্রেন) বাস্কেটবল খেলোয়াড় হওয়ার কথাও না। আসলে, এটা অসম্ভব। তার বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আমি কখনো টেনিসের বিপক্ষে খেলিনি। আমি আমার জীবনে অনেক টেনিস খেলেছি, কিন্তু কখনোই টেনিসের বিপক্ষে খেলিনি।’
আগের দিন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নোভাক জোকোভিচও। সার্বিয়ান তারকা সরাসরি সেটে ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারান আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে। কোয়ার্টারে তার প্রতিপক্ষ কানাডার মিলোস রায়োনিস।
শেষ আটে নিজ নিজ ম্যাচে জিতলে ফেদেরার ও জোকোভিচ সেমিফাইনালে লড়বেন পরস্পরের বিপক্ষে।
Comments