শুরু হচ্ছে বিসিএল, চার দলে আছেন যারা

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। সোমবার (২৭ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নিয়েছে অংশ নিতে যাওয়া চার দল- দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন সকাল ১১টায় শুরু হয় বিসিএলের প্লেয়ার্স ড্রাফট। এবার দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি প্রাইম ব্যাংক ছেড়ে দেওয়ায় এই দলটিও নিজেদের তত্ত্বাবধানে পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল দল দুটি থাকছে বিসিবির অধীনে।
আগেরবারের মতোই মধ্যাঞ্চলের দায়িত্বে থাকছে ওয়ালটন। আগের মতোই পূর্বাঞ্চল দল চালাবে ইসলামি ব্যাংক।
তবে এবার ম্যাচ কমে যাচ্ছে বেশ কিছু। ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ফাঁকা সময় বের করতে চার আসর পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসর হবে ‘সিঙ্গেল লেগ’ ভিত্তিতে। জাতীয় লিগের মতো ম্যাচ ফি বাড়ছে বিসিএলেও। পরিমাণ অবশ্য খুব বেশি নয়। জাতীয় লিগের পর বিসিএলেরও ম্যাচ ফি বাড়িয়ে করা হচ্ছে ৬৫ হাজার। বেড়েছে দৈনিক ভাতাও।
প্রথম রাউন্ডে ৩১ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে বিসিবির দুই দল দক্ষিণাঞ্চল আর উত্তরাঞ্চল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল খেলবে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে।
বিসিবি দক্ষিণাঞ্চল: আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান শুভ, আল-আমিন (জুনিয়র), নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।
বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।
ওয়ালটন মধ্যাঞ্চল: সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি অনিক, নাজমুল ইসলাম অপু, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, মো: আকবর আলি, মেহেদী হাসান মিরাজ।
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল: ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলি চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।
Comments