ফখরুলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কাদের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর শতায়ু কামনা করেছেন।
আজকে সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার আসন্ন দুই সিটি করপোরেশনের নির্বাচন নিয়েই মূলত কথা বলেন তিনি। সাংবাদিকদের দিক থেকে মির্জা ফখরুলের জন্মদিনের প্রসঙ্গ তোলা হলে কাদের বলেন, “ফখরুল সাহেবের জন্য শুভকামনা। তিনি শতায়ু হোন! আরও বেশি বাঁচুন, অসুবিধা কী।”
উল্লেখ্য, গতকাল রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৪তম জন্মদিন ছিল। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে জন্ম নেন তিনি।
Comments