সিটি নির্বাচনে রাজধানীতে ১৮ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে, চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে, চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজ (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্বাচনের আগের রাত ১২টা থেকে নির্বাচনের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, এসইউভি, পিকআপ, বাস, ট্রাক ও অন্যান্য মোটর চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে, রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদন নিয়ে প্রার্থী, তাদের এজেন্ট, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারবেন।

অ্যাম্বুলেন্স, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিকম প্রভৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

30m ago