জাবি শিক্ষক সমিতির নির্বাচনে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ জয়লাভ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সহ-সভাপতিসহ নয়টি পদে জয়লাভ করেছে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশের এই প্যানেলটি উপাচার্য সমর্থিত প্যানেল হিসেবে পরিচিত।
অপর প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ বিজয়ী হয়েছে সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকসহ মোট ছয়টি পদে। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের আরেক অংশ, বিএনপিপন্থী ও বামপন্থী শিক্ষকরা এই প্যানেলে রয়েছেন।
আজ (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে ৫৯৮ জন শিক্ষকের মধ্যে ভোট দিয়েছেন ৫৬০ জন। সকাল সাড়ে নয়টা থেকে কোনো বিরতি ছাড়াই বেলা দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এএ মামুন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানাকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরকে পরাজিত করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন।
এছাড়া, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং আইবিএর অধ্যাপক মোতাহার হোসেন যথাক্রমে সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
Comments