উডের তোপে দ.আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। সেই অসম্ভব পথে বেশি দূর এগুতে পারেনি তারা। রাসি ফন ডার ডুসেনের দারুণ ব্যাটিংয়ের পর আবার জ্বলে উঠলেন মার্ক উড। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিলেন ৪ উইকেট। স্টুয়ার্ট ব্রড আর বেন স্টোকস আনলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো। তাদের দাপটের দিনে বড় ব্যবধানে টেস্ট জেতার সঙ্গে সিরিজও পকেটে পুরেছে ইংল্যান্ড।
Mark Wood
ছবি: এএফপি

জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। সেই অসম্ভব পথে বেশি দূর এগুতে পারেনি তারা। রাসি ফন ডার ডুসেনের দারুণ ব্যাটিংয়ের পর আবার জ্বলে উঠলেন মার্ক উড। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিলেন ৪ উইকেট। স্টুয়ার্ট ব্রড আর বেন স্টোকস আনলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো। তাদের দাপটের দিনে বড় ব্যবধানে টেস্ট জেতার সঙ্গে সিরিজও পকেটে পুরেছে ইংল্যান্ড।

সোমবার জোহেন্সবার্গ টেস্টের চতুর্থ দিনেই এসেছে ফল। ৪৬৬ রানের লক্ষ্যে নেমে ২৭৪ রানে অলআউট হয়ে ১৯১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে চার টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে সফরকারী ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অর্জন করে নিয়েছে ৯০ পয়েন্ট।

আগের দিনই নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে বিশাল লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে কঠিন সমীকরণে নামে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৩৯ রান করার পর পিটার মালানকে তুলে নেন ক্রিস উড। ক্রিজে এসেই ফিরতে পারতেন ডুসেনও। উডের  বলে তাকে এলবিডব্লিও দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে রক্ষা পান তিনি। পরে চেষ্টা চালান দলকে রক্ষার।

ডিন এলগারের সঙ্গে ৫০ আর ফাফ ডু প্লেসির সঙ্গে ৯২ রানের জুটি গড়েন। দলকে দেখান অসম্ভবের স্বপ্ন। দুই জুটিই ভেঙে ইংল্যান্ডের কাঁটা দূর করেন বেন স্টোকস। এলগার স্টোকসে হাতেই ক্যাচ দেওয়ার পর দু প্লেসি হন বোল্ড।

ডুসেন এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু তিন অঙ্ক থেকে মাত্র ২ রান আগে তাকে ফিরিয়ে দেন উড। শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার সকল সম্ভাবনা। এরপর কুইন্টেন ডি কক, টেম্বা বাভুমারা চেষ্টা চালালেও বেশিদূর এগুয়নি প্রোটিয়াদের ইনিংস।

 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০০

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৮৩

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৪৮

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৭.১ ওভারে ২৭৪ (মালান ২২, এলগার ২৪, ডুসেন ৯৮, দু প্লেসি ৩৫, ডি কক ৩৯, বাভুমা ২৭ , প্রিটোরিয়াস ২, ফিল্যান্ডার ১০, নরকিয়া ৪, হ্যান্ড্রিক্স ৪, পিটারসেন ০* ; ব্রড  ২/২৬, কারান ০/৩৮ , উড ৪/৫৪, ওকস ১/৪৭,  স্টোকস ২/৪৭, রুট ০/৩৭, ডেনলি ০/১৯  )

ফল: ইংল্যান্ড ১৯১ রানে জয়ী।

ম্যাচ সেরা: মার্ক উড।

সিরিজ: চার টেস্টের সিরিজ ৪-০ তে জয়ী।

ম্যান অব দ্য সিরিজ: বেন স্টোকস।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago