সিটি নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন সাক্ষরিত জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য ভোটকেন্দ্র হিসেবে যে সকল প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছে, সে সকল প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরা মক ভোটিংয়ের দিন, নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সেখানে আরও বলা হয়, ভোট গ্রহণের দিন গোপন কক্ষের কোন দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করবেন।
এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুই সিটি করপোরেশনের নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments