করোনাভাইরাস: মনোবল হারায়নি উহানবাসী

করোনাভাইরাসের সংক্রমণে চরম সংকটময় মুহূর্ত কাটাচ্ছেন চীনের অধিবাসীরা। মূলত উহানেই এটির প্রাদুর্ভাব বেশি।

করোনাভাইরাসের সংক্রমণে চরম সংকটময় মুহূর্ত কাটাচ্ছেন চীনের অধিবাসীরা। মূলত উহানেই এটির প্রাদুর্ভাব বেশি।

চলমান পরিস্থিতিতেও মনোবল হারায়নি উহানবাসী। আতঙ্কিত না হয়ে, সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা। এমন পরিস্থিতিতেও তারা একসঙ্গেই রয়েছেন। হাজারো উহানবাসী কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নিজেদের স্থানীয় ভাষায় দেওয়া স্লোগানে এটিই বলছেন।

আজ (২৮ জানুয়ারি) চীনের সিনহুয়া নিউজ ও নিউ চীনা টিভিতে প্রকাশিত ভিডিওতে স্থানীয়দের স্লোগান দিতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, উহানবাসীরা নিজেদের বাসভবনের ছাদ, জানালা ও বারান্দায় এসে ‘জিয়াউ’ স্লোগান দিচ্ছেন। এ শব্দটির অর্থ হচ্ছে, জ্বালানি বা তেল। সাধারণত, ‘অনুপ্রেরণা ও সহনশীলতার’ স্লোগান হিসেবে এটি ব্যবহার করে থাকেন চীনা নাগরিকরা। যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে উদ্দীপনা জোগায়। এটি বলে তারা বোঝাচ্ছেন, আমরা এখনও মনোবল হারাইনি।

চীনের সরকারি হিসাবে, করোনাভাইরাসের সংক্রমণে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০৬ জন। আক্রান্ত হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Comments