ডেসটিনির এমডি রফিকুলের ৩ বছরের কারাদণ্ড
সম্পদের বিবরণী না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (২৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৮’র বিচারক শামীম আহমেদ তাকে এ কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দুদকপক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন, ২০১৩ সালে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর এটিই তার বিরুদ্ধে দেওয়া প্রথম রায়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন সম্পদের বিবরণী চেয়ে সাত দিনের সময় দিয়ে রফিকুলকে নোটিশ দেয় দুদক। অর্থপাচারের দুটি মামলায় গ্রেফতার হয়ে সেসময় তিনি জেলেই ছিলেন। সেই বছরের ২০ জুন দুদকের নোটিশ পেয়ে রফিকুল আরও সাত দিনের সময় চাইলে তা দেয় দুদক। কিন্তু এরপরেও সম্পদের বিবরণী দিতে ব্যর্থ হন তিনি।
পরে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সম্পদের বিবরণী না দেওয়ার অভিযোগে রফিকুলের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে দুদক।
Comments