বিজ্ঞানী-গণিতবিদ-গবেষকদের জন্য সহজে যুক্তরাজ্যের ভিসার সুযোগ
শীর্ষ বিজ্ঞানী, গণিতবিদ ও গবেষকদের জন্য সহজ শর্তে, দ্রুত সময়ের মধ্যে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। নতুন এ ভিসার নাম গ্লোবাল ট্যালেন্ট ভিসা। যেটি আগামী মাস থেকেই চালু করা হবে।
গত ২৬ জানুয়ারি যুক্তরাজ্য এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া) চুক্তি বাস্তবায়ন করবে যুক্তরাজ্য। এর কিছুদিন আগেই নতুন এ পরিকল্পনার কথা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ বিষয়ে বরিস জনসন বলেছেন, যেহেতু আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবো, এমন সময় আমি একটি বার্তা দিতে চাই। সেটি হলো, বিশ্বের মেধাবীদের জন্য যুক্তরাজ্যের দরজা খোলা। তাদের ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে সব ধরনের সহায়তায় আমরা প্রস্তুত।
Comments