মার্তিনেলির মাঝে রোনালদোকে খুঁজে পাচ্ছেন রোনালদিনহো
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেলির খেলা মুগ্ধ করেছে স্বদেশী সাবেক তারকা রোনালদিনহোকে। আর্সেনালের এই তরুণের মাঝে জাতীয় দলের সাবেক সতীর্থ ‘দ্য ফেনোমেনন’ রোনালদোর ছায়া দেখতে পাচ্ছেন দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
চলতি মৌসুম শুরুর আগে ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে ১৮ বছর বয়সী মার্তিনেলিকে দলে টানে ইংলিশ ক্লাব আর্সেনাল। ইংল্যান্ডে এসে মাত্র ছয় মাসেই নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১০ গোল। সঙ্গে জোগান দিয়েছেন আরও ৩ গোলের। সাবেক ফরাসি স্ট্রাইকার নিকোলাস আনেলকার পর আর্সেনালের প্রথম টিনএজার হিসেবে এক মৌসুমে কমপক্ষে ১০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
দারুণ পারফরম্যান্স দেখিয়ে আর্সেনাল সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি মার্তিনেলি পড়েছেন রোনালদিনহোর নজরে। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী ‘দ্য ফেনোমেনন’ খ্যাত স্ট্রাইকার রোনালদোর সঙ্গে মার্তিনেলির অনেক মিল খুঁজে পাচ্ছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর’কে সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা রোনালদিনহো বলেছেন, ‘ব্রাজিলিয়ান হিসেবে মার্তিনেলি এবং তার ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। মেধা থাকাটা একটা ব্যাপার, কিন্তু ১৮ বছর বয়সে আত্মবিশ্বাস থাকাটা একেবারে ভিন্ন ব্যাপার।’
‘মার্তিনেলি আমাকে ইউরোপে রোনালদোর প্রথম মৌসুমের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার তিনি (রোনালদো) ৩০ গোলের বেশি করেছিলেন (বার্সেলোনার হয়ে) আর সবাই ভাবছিল- কে এই ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বালক?’
‘আমি নিশ্চিত, মার্তিনেলির খুব দ্রুতই ব্রাজিলের জার্সিতে অভিষেক হবে- কারণ সে তৈরি। ঐতিহাসিকভাবে জাতীয় দলে বয়স কখনোই বিবেচনায় আনা হয় না। রোনালদো ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলেছিলেন। অতি সম্প্রতি নেইমার আর (গ্যাব্রিয়েল) জেসুসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলের জন্য। আর তারা টিনএজার হিসেবেই সেটা করেছে।’
Comments