ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানিতে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়াসিন শরিফ, সোহান তালুকদার, আবু রায়হান। কাশিয়ানির বাসিন্দা এই তিন জনের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।
স্থানীয় থানার ওসি আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। কাশিয়ানি থেকে রাজবাড়িগামী ট্রেনটির ধাক্কায় এক জন ঘটনাস্থলেই ও অন্য দুজন হাসপাতালে মারা যান।
লেভেল ক্রসিংটিতে কোনো গার্ড না থাকার কথা জানিয়েছেন তিনি।
Comments