সিটি নির্বাচন উপলক্ষে বাণিজ্য মেলা বন্ধ রাখার নির্দেশ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আজ (২৮ জানুয়ারি) একটি চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়, ঢাকার দুই সিটি করপোরেশনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
Comments