আটকে পড়াদের চীন সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ শাহরিয়ার আলমের
চীনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী চলার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
চীন থেকে যারা দেশে ফিরবেন তাদের রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে তিনি জানান। আজ (২৮ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মন্ত্রী লিখেছেন, “আমি অনুরোধ করব যে কয়েকটা দিন ফিরিয়ে আনতে সময় লাগবে সেই সময় পর্যন্ত চীন সরকারের প্রতিটি নির্দেশনা কোন ব্যতিক্রম ছাড়া মেনে চলার জন্য।”
সেখানে তিনি আরও বলেন যে নিজের জীবনের স্বার্থে এবং ভাইরাসটি যেন তাদের কারও মাধ্যমে না ছড়ায় তা নিশ্চিত করতে চীনের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলতেই হবে।
চীনে যাদের আত্মীয়-স্বজন রয়েছে তাদেরকে তার বক্তব্যগুলো পৌঁছে দিতে তিনি অনুরোধ জানান। তিনি আশ্বস্ত করে বলেন, চীনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা সারাক্ষণ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
ঢাকা থেকেও নিয়মিতভাবে দূতাবাসের কার্যক্রমের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে তিনি জানান।
Comments