দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এস্কেভেটর মেশিনের (খননযন্ত্র) সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এর তিন আরোহী নিহত হয়েছেন।
accident_10.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এস্কেভেটর মেশিনের (খননযন্ত্র) সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এর তিন আরোহী নিহত হয়েছেন।

গতরাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) ও একই গ্রামের বিপ্লব হোসেন (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতরাত ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেল যোগে এই তিন জন নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় রাস্তার কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত এস্কেভেটর মেশিনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওসমান গণি ও বিপ্লব নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Comments