পদ্মা সেতু প্রকল্পের ৩৫ চীনা কর্মী নজরদারিতে: কাদের

qader_0_7_0.jpg
ওবায়দুল কাদের। স্টার ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনের ৩৫ জন কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে।

আজ (২৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পদ্মা সেতুর নির্মাণকাজ ব্যাহত হবে কী না? জানতে চাইলে কাদের বলেন, “পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক বা কর্মী কাজ করেন। এদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণকাজে অসুবিধার সৃষ্টি হয় না।”

তিনি বলেন, “এ মাসের ১৮ তারিখ থেকে যারা এসেছেন, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ৩৫ জনের মতো এসেছেন, ১৪ দিন নিয়ম অনুযায়ী তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না।”

“এর আগেও একশ থেকে দেড়শ জন শিফটিং ছুটিতে যেতো, তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণকাজে কোনো সমস্যা হতো না”, যোগ করেন তিনি।

Comments