ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৪ আরোহী নিহত
ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই জন।
নিহতেরা হলেন-রাবেয়া খাতুন(৭৫), সাহারা বানু (৬২), লাল মিয়া (৫০) এবং রফিকুল ইসলাম (৫৫)।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার শ্রীরামপুরে এই দুর্ঘটনা ঘটে।
অটোরিকশা আরোহীদের বেশিরভাগই গৌরীপুরের বাঙনামারি উজান কাশিরচর থেকে গৌরীপুর যাচ্ছিলেন সরকারি ভাতা নেয়ার জন্য।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানিয়েছেন, সকাল ১১ টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাবেয়া খাতুন মারা যান। আহত হন পাঁচ জন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো তিন জন মারা যান।
দুর্ঘটনায় গুরুতর আহত জমিলা খাতুন (৬৩) এবং সুইটি আক্তার (১১) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাসটি জব্দ করা হলেও চালককে ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
Comments