কারাগারে চিকিৎসক নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ
দেশের কারাগারগুলোতে ১১৭টি শূন্য পদে অবিলম্বে চিকিৎসক নিয়োগের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই আদেশ পাওয়ার এক মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্যও বলা হয়েছে।
দেশের কারাগারগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগের প্রয়োজনীয় আদেশ চেয়ে গত বছরের ১৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন একটি রিট আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে আজ (২৯ জানুয়ারি) হাইকোর্টে শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
শুনানি চলাকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার হাইকোর্ট বেঞ্চের কাছে এ বিষয়ে কারাগার মহাপরিদর্শক ও স্বাস্থ্য অধিদপ্তরের দুটি প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদন থেকে দেখা গেছে, দেশের ৬৮টি কারাগারে ডাক্তারদের ১১৭টি পদ শূন্য রয়েছে।
গত বছর ৫ নভেম্বর কারাগার মহাপরিদর্শকের দপ্তর থেকে হাইকোর্টের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছিলো। সেখানে বলা হয়েছিলো, সারা দেশে প্রায় ৮৭ হাজার বন্দীকে চিকিৎসা দেওয়ার জন্য মাত্র ১০ জন চিকিৎসক রয়েছেন।
Comments